মানুষ যে কি করে এই উন্মুক্ত খাতে নিজেদের সম্পুর্ন দিনলিপি লেখে আমার মোটা মাথায় কিছুতেই আসেনা.আমি একবার জিজ্ঞেস কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে diary লেখার আধুনিক ইলেক্ট্রনিক যন্ত্র বলতে কি বুঝবে?উত্তর যে সবসময় এটাই এসেছে তা নয়.তবে আমি বলি এটাকে ব্লগ.এখানে কত মানুষ তাদের চাওয়া না পাওয়া শত দুক্খএর কাহিনী লিপিবদ্ধ করে .সত্যি কি এতটা পারা যায়!জানিনা,আমি তো পারিনা.কয়েক হাজারবার ভাবতে হয় .কি আর লিখি মাঝে মাঝে মনে হয় অনেক কথা লিখি আবার মাঝে মাঝে যেন সবই হারিয়ে ফেলি.সম্পর্ক যেমন আমাকে বরাবরই ভাবায় তেমনি তাকে ধরে রাখার জন্যে বোধহয় একটু diplomatic হতে হয় যা সবসময় মাথায় রাখা সম্ভব হয় না.আর ফল অবশ্যই শুণ্য.আবার শুণ্য থেকেই শুরু করতে হয়.কিন্তু সব কি আবার শুণ্য থেকে আরম্ভ করা যায়?এইত প্রথম যেমন গত প্রায় এক দশকের বেশি সময় একসাথে প্রায় সবসময়ই পায়ে পায়ে চলা .তবুও ভুল বোঝা বা বোঝাবার অপচেস্টা ,কোনো আত্ম্ম্ভরিতে ভরপুর মানুষের সংগ ত্যাগ ..এরপর ?বাল্য থেকে কৈশরএ উর্তিন্ন হয়েই যাহা কিছু ঢাকা ছিল তার মূর্তি উন্মোচন স্বরূপ সম্পর্কে ছেদ হয় কোনোই অনুশোচনা ছাড়াই.একেই তো বলে রক্তের সম্পর্ক .কে বা তোমার তুমি বা কার?এত notalgasia !সবই যেন হআওয়ায় ভেসে গেল.আবার একবার হয়তো এটাও আমারি ভুলে গত ৫-৬বছরের প্রয়োজনএর তাগিদএ ঠেলে ঠুলে এগিয়ে চলায় ছেদ টানতে হল.তবে এবারে হয়তো বা
শুণ্য থেকে শুরু করা যাবে বা এখনও ভাবা যাচ্ছে?এমন হয় না!তবে খেলাটাও বুঝতে হবে কে সামনে আর কে সবসময়ই ভাল.এটা ই জীবনের নিয়ম.এর মধ্যেও কতরকম অঙ্ক কাজ করে.গতকালকে আবার ঘরে র একটা দ্বায়িত্ব এসে পরল.ঘর কি সত্যি এত শক্ত মনে হয়?কোনো না কোনভাবে কাজের সাথে কর্মস বিভিন্ন ভাবেই যেন জড়িয়ে পরছি.সব সঠিকভাবে পলন করা যাবে কিনা জানিনা.চেস্টা তো করতে হবে.তবে এত কিছুর মধ্যেও নতুন জায়গার খোজে উপস্থিত হতে হল পুরনো জায়গাতেই.ইচ্ছে হয় হাথ-পা চরাবার,জানিনা আর হবে কিনা.পাওয়ার সাথে যেন চিরকালই আমার এক অজানা শত্রুতা হয়ে আছে.না হলে জীবনের বালান্সেটাই হতনা .হতে পারত একটা উচ্ছল দিন,হলো ঠিক উল্টো বিশেষ করে বিকেলের পর...ঐরকমভাবে বলার সত্যি কতটা প্রয়জন ছিল জানিনা.আজও তাই মনে হয় সত্যি তা কি?যোগবিয়োগ গুন্ভাগ কোনটাই আমার পক্ষে যায়না,তবু কে না চায় নিজের পক্ষেই সব আছে ভেবে নিতে?কতদিন গলায় সুর তোলা হয়নি !এও নির্ভর করে ঝালাঁড় ওপর.ভাললাগা বা বাসা সবই ঠিক আছে কিন্তু অনভ্যাসের কাটা চরচর করবেই.
No comments:
Post a Comment