Sunday, May 29, 2011

hijibiji

যখন  ছিলে  কাছে-
ভেবেছিলেম কাটবে জীবন শুধুই তোমার সনে,
যখন গেলে দূরে-
ভেবে ভেবেই সারা আমার মনের মানুষ ওরে.
দূরে গিয়ে কাছে থাকা বা কাছে গিয়ে দূরে,
বুঝি নিকো আজো কোনটা সত্য বা অসত্য.
সময় বড়ো নিঠুর ওগো ধরা বড়ই শক্ত,
আমি যেগো অঙ্কে মোটেই ন্য়্গ এত পোক্ত.
ভালবাসার শব্দ যে তাই নতুন করে ভাবায়,
দুক্খ বিলাস হয়তো তোমার বা তোমাদের সাজে-
আমি কেবল উড়ে বেড়াই স্মৃতিসুখের ভিড়ে.
হিসেব কষে দেখি ,কোথায় তারা বাসা বেধে আছে.
আছে দেখি মনের মাঝে, মুহুর্তেরই  বিদ্যুত সেই চমকে বলে ওঠে -
আজো কেন একই কথা একই ভাবেই ভাব!
জাননাঁকি সময় যত নদীর জলের মতন?
মন কেবলি পরে  থাকে  সম্পর্কের জালে-
যা আছে বা নেই ধাধাতেই ঘুরে ঘুরে ফেরে.

সুনীল আকাশ মনটা যেন পদ্মপাতাএ জল
নিঠুর বড়ো দ্ন্ড তবু সচ্ছ টলমল.