Thursday, June 16, 2011

bristi

ওই দেখো ওই বৃষ্টি ঝরে 
আকাশ খানি কালো করে
রিমঝিম ওই শব্দ তোলে 
যেন  কোথাও  বাদ্যি  বাজে.
টিপটাপ টাপ টাপুর  টুপুর
ভিজ্ঝে দেখো কাকের দুপুর,
চরুইটাও  দৌড়ে পালায়
বৃষ্টি পরার জ্ন্জ্শালায় .
নাচ্ছে ময়ুর   পেখম  মেলে ,
বাদল বায়ু  দৌড়ে বেড়ায়;
ইশান কোন যে কালো করে--
গাছের পাতাও দুলে ওঠে
বৃষ্টি দেখো এনেছে আজ,
খুশির হাওয়া সবার প্রাণে. 

 


  
  

 
   

Sunday, June 12, 2011

down the memory lane

আজ আকাশের মন যে খারাপ,আজ যে আকাশ কালো
মুখ ভার তাই নীরবতাই প্রথম ধাপ যে যেন.
মন যে আমারো খারাপ যে তাই তোমায় দেখে দেখে,
কেমন করে অসীম তোমায় পাই  যে  সীমার মাঝে ?
হারিয়ে যে যাই মাঝে মাঝেই তোমায় ভেবে  ভেবে.
উড়ে উড়ে মেঘের সাথে ভাসাই যত স্বপ্ন-
জানিনেকো গল্প  সব বৃষ্টি হবে নাক!
জলের ধারায় ওই বুঝি সব হারিয়ে যেন যায়
বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান.
মনে পরে জলের মাঝে কাগজ নৌকো ভাসা
সবাই মিলে একসাথেতে কাঁদা কিনবা  হাসা.
শৈশবের  সেই দিনগুলি যে ছিল বড় ভালো!
ফিরে ফিরে আসে তবু স্মৃতির  কোন যে  কালো .