Sunday, March 27, 2011

nivi tomar jonye

বন্ধু তোমার আসার আলো  পথ দেখালো লিখতে আবার,
ঘুরে ঘুরেই নয়তো সারা ক্লান্ত বড্ড কাজে অ কাজে.
লিখতে বসে এধার ওধার মন যে ঘোরে নিরুদ্দেশে,
এইত দেখি এসে গেছে লেখাগুলি সব কলম জুড়ে,
দেখো দেখি কেমন লাগে ,ছন্দ কি আর মনকে জোড়ে?
নয়তো শুধুই ঘোরা ফেরা বেকার যে সব কথা বলা,
যদিও আজ লিখতে বসে লাগছে ভালো মনে মনে,
কেউ তো দেখে লেখাগুলি কেউ বা পড়ে  আনন্দ পায়,
কেউ বা আবার ভুল ই ভাবে -
তবু ও আজ ভালো লাগা ,তবুও আজ আনন্দ - গান,
লিখছি দেখ ,লেখা যে আজ নাচ্ছে আমার কলম জুড়ে.
মন জুড়ালো তাই দেখে আজ ,বন্ধু তুমি ঘুরে যেও ,
ভালো লাগলে লাগবে ভালো ,মন্দ হলেই বা ক্ষতি টি কি!
তবু জানব লেখা আমার ছন্দে  ছন্দে নাচবে যে আজ 
ছাড়া পেয়ে কলম থেকে এধার ওধার ঘুরবে যে.