মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছে করে সেই অতীতের দিনগুলিতে,হয়তো বা অতীতের গহনে ডুব দিতে;সাতার কাটতে ভয় হয় যদি পথ হারিয়ে ফেলি!এখন আর শুনতে ভালো লাগবে না---পথিক তুমি কি পথ হারিয়েছ?বা হাথ ধরে মোরে নিয়ে চল সখা আমি তো পথ চিনিনে.শুধু স্মৃতির অতল গহ্বরে হাথরে ফিরি সেই মনিমানিকয়া আর উঠে আসে যত নুরি বালি.দীর্ঘশ্বাসে ভরে ওঠে নিশ্বাস অজানা ব্যথায় কেঁপে ওঠে বুক.এত শূন্যতাও জমা ছিল!অতীত বর্তমানের ঘেরাটোপ থেকে যেন ভবিস্যত ও উকি দিয়ে যায়.জানিনাত তার দেয়াল জুড়ে আছে কোন শূন্যতা!হয়তো বা মাঝে মাঝে দির্ঘস্বাসেরা বড্ড বেশী ভর করে ফেলে নাকি আসপাসের ছবিরাই সব জীবন্ত হয়ে ওঠে আর ব্যঙ্গে ভরে ওঠে ভবিস্যত?জীবন যেমন চলছে তেমনি চলবে সেটাই স্বাভাবিক.কে যেন কবে একদিন বলেছিল?এটাই স্বাভাবিক...আজও বোঝা হলনা সত্যিই কোনটা স্বাভাবিক?আজ মনে হয় অঙ্কটা সত্যি অধরাই থেকে গেল --লাভ- লোকসান,ছোট - বড়ো,মান-অপমান যা কনোদিন ধর্তব্যের মধ্যেই ধর্লামনা তাই সেদিন হঠাত রাগ হয়ে বেরিয়ে এলো কেন?তবে কি সত্যিই যে সয় সে রয়?তবে তার ও কি কোনো সীমানা নেই!অবশ্যই আছে.নাহলে আজ বা ভবিস্যতে হয়তো বা বিপদে পাশে থাকার সুযোগ থাকলেও থাকতে পারত?কিছুই বলা যায় না;মনে যখন একরাশ ক্ষোভ জমা হতে হতে রাগে পরিণত হয় আর তা হয়তো দুপক্ষের জন্যেই সত্যি.যদিও বারে বারে অভিনয় দেখে গেছি আর মনে হয়েছে কথাও একটা শুন্য আওয়াজ ...মানুসের স্বার্থপরতার এই জগতে নিজেকেও যেন মাঝে মাঝে বড্ড স্বার্থপরই
মনে হয়.নিজেও তো কিছুই ছারলম না বা ছাড়ার কথা ভাবলাম না? অবশ্য এর বেশী আর কি ছাড়া যায় তাও তো ভেবে দেখলম না...এই লাইনগুলি যেন তাই বদ্দ সত্যি বলেই মেনে নিতে মন চাইছে--In the joy of your heart may you feel the living joy that sang one spring morning ,sending its glad voice across an hundred years .
মনে হয়.নিজেও তো কিছুই ছারলম না বা ছাড়ার কথা ভাবলাম না? অবশ্য এর বেশী আর কি ছাড়া যায় তাও তো ভেবে দেখলম না...এই লাইনগুলি যেন তাই বদ্দ সত্যি বলেই মেনে নিতে মন চাইছে--In the joy of your heart may you feel the living joy that sang one spring morning ,sending its glad voice across an hundred years .
No comments:
Post a Comment