Sunday, June 12, 2011

down the memory lane

আজ আকাশের মন যে খারাপ,আজ যে আকাশ কালো
মুখ ভার তাই নীরবতাই প্রথম ধাপ যে যেন.
মন যে আমারো খারাপ যে তাই তোমায় দেখে দেখে,
কেমন করে অসীম তোমায় পাই  যে  সীমার মাঝে ?
হারিয়ে যে যাই মাঝে মাঝেই তোমায় ভেবে  ভেবে.
উড়ে উড়ে মেঘের সাথে ভাসাই যত স্বপ্ন-
জানিনেকো গল্প  সব বৃষ্টি হবে নাক!
জলের ধারায় ওই বুঝি সব হারিয়ে যেন যায়
বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান.
মনে পরে জলের মাঝে কাগজ নৌকো ভাসা
সবাই মিলে একসাথেতে কাঁদা কিনবা  হাসা.
শৈশবের  সেই দিনগুলি যে ছিল বড় ভালো!
ফিরে ফিরে আসে তবু স্মৃতির  কোন যে  কালো .
 
 
   

 

No comments:

Post a Comment