ওই দেখো ওই বৃষ্টি ঝরে
আকাশ খানি কালো করে
রিমঝিম ওই শব্দ তোলে
যেন কোথাও বাদ্যি বাজে.
টিপটাপ টাপ টাপুর টুপুর
ভিজ্ঝে দেখো কাকের দুপুর,
চরুইটাও দৌড়ে পালায়
বৃষ্টি পরার জ্ন্জ্শালায় .
নাচ্ছে ময়ুর পেখম মেলে ,
বাদল বায়ু দৌড়ে বেড়ায়;
ইশান কোন যে কালো করে--
গাছের পাতাও দুলে ওঠে
বৃষ্টি দেখো এনেছে আজ,
খুশির হাওয়া সবার প্রাণে.