Tuesday, January 24, 2012

godhuli

ইট  কাঠ পাথরের জঙ্গলে আছে তারা ,আছে সূর্য-
অস্তমিত সূর্যের সাথে তাই অপসৃত  হলো আরো একটি দিন;
আরো একটি রাত দিনের অপেক্ষায় ম্রিয়মান.
ঘরে ফেরে পাখিরা শুধু ঢাকা পরে যায় তাদের ডাক তীব্র কোনো যান্ত্রিক আওয়াজে.
লাল আভায় মুখ ঢেকেছে আকাশ ওই,
যেন   একছটা লাল রং চেয়ে আছে আকাশ জুড়ে.
তারও ওপর কালো প্রলেপ যেন জমে জমে অন্ধকার.
জানতে চেয়োনা কেন,যদিও ভবিস্যত দাবি করে কৈফেয়াত,
অতীত আর বর্তমান ঘিরে থাকে তাই কেবল অনিশ্চয়তা .
ভালবাসার মানুষ সব কেমন যেন বদলে যায়, বদল হয় ভালবাসার রং-ভাব.
তবুও বেচে থাকে আশা,বেচে থাকে ভালবাসা, 
অনন্ত একরাশ নিরাশার মাঝে যেন এক মুঠো আশা.