Sunday, November 27, 2011

kato ajanare

মাঝে মাঝে ফিরে যেতে ইচ্ছে করে সেই অতীতের দিনগুলিতে,হয়তো বা অতীতের গহনে ডুব দিতে;সাতার কাটতে ভয় হয় যদি পথ হারিয়ে ফেলি!এখন আর  শুনতে ভালো লাগবে না---পথিক তুমি কি পথ হারিয়েছ?বা হাথ ধরে মোরে নিয়ে চল  সখা আমি তো পথ চিনিনে.শুধু স্মৃতির অতল গহ্বরে হাথরে ফিরি সেই মনিমানিকয়া আর উঠে আসে যত নুরি বালি.দীর্ঘশ্বাসে ভরে ওঠে নিশ্বাস অজানা ব্যথায় কেঁপে ওঠে বুক.এত শূন্যতাও জমা ছিল!অতীত বর্তমানের ঘেরাটোপ থেকে যেন ভবিস্যত ও উকি দিয়ে যায়.জানিনাত তার দেয়াল জুড়ে আছে কোন শূন্যতা!হয়তো বা মাঝে মাঝে দির্ঘস্বাসেরা বড্ড বেশী ভর করে ফেলে নাকি আসপাসের ছবিরাই  সব জীবন্ত হয়ে ওঠে আর ব্যঙ্গে ভরে ওঠে ভবিস্যত?জীবন যেমন চলছে তেমনি চলবে সেটাই স্বাভাবিক.কে যেন কবে একদিন বলেছিল?এটাই স্বাভাবিক...আজও  বোঝা হলনা সত্যিই কোনটা স্বাভাবিক?আজ মনে হয় অঙ্কটা সত্যি  অধরাই থেকে গেল --লাভ- লোকসান,ছোট - বড়ো,মান-অপমান যা কনোদিন ধর্তব্যের মধ্যেই ধর্লামনা  তাই সেদিন হঠাত রাগ হয়ে বেরিয়ে এলো কেন?তবে কি সত্যিই যে সয় সে রয়?তবে তার ও কি কোনো সীমানা নেই!অবশ্যই আছে.নাহলে আজ বা ভবিস্যতে হয়তো বা বিপদে পাশে থাকার সুযোগ থাকলেও থাকতে পারত?কিছুই বলা যায় না;মনে যখন একরাশ ক্ষোভ জমা হতে হতে রাগে পরিণত হয় আর তা  হয়তো দুপক্ষের জন্যেই সত্যি.যদিও বারে বারে অভিনয় দেখে গেছি আর মনে হয়েছে কথাও একটা শুন্য আওয়াজ ...মানুসের স্বার্থপরতার  এই জগতে নিজেকেও যেন মাঝে মাঝে বড্ড স্বার্থপরই 
মনে হয়.নিজেও তো কিছুই ছারলম না বা ছাড়ার কথা ভাবলাম না? অবশ্য এর বেশী আর কি ছাড়া যায় তাও তো ভেবে দেখলম না...এই লাইনগুলি যেন তাই বদ্দ সত্যি বলেই মেনে নিতে মন চাইছে--In the  joy  of  your  heart  may  you  feel  the  living  joy  that  sang  one  spring  morning ,sending  its  glad  voice  across  an  hundred  years .

Wednesday, September 7, 2011

jibon mancho

jibon, 
tomay cherechi to nijer maton,
bakita to vese vese haoay ure--
kajer sathe khunsuti r lata hoye joriye pora-
ar tomar satheo galpo kara.
jibon tumi colbe naki emon dhaara?
janineto!
sudhu jani samoy bale cholbe sudhu jibon taale,
jibon ki r thomke thake valo ba r kharap lagay?
padmopatay jibon bole jaler upor talomalo,
vasbe kakhon, dubbe kakhon, tato jane jibon anko;
natoker ei jibon mance putul je sab manus  jato,
hiseb kore guti guti paye ki r jaygo cola?




Monday, August 8, 2011

bondhu

dibaso rajani ami jeno kar asay asay thaki---
satyi bodhu janonaki?
hoyto jano hayto ba na.asole jatoi din udjapon hok na keno,
bodhu mane kintu anek kichui ---

bondhu mane valobasa,bondhu mane asha,
bondhu mane khunsuti r jhagra kore katha,
bondhu mane moner katha khule bole fela
bondhu mane bipod apod e pase pasei thaka.
bondhu mane anek asha anek varosa o,
bondhu mane rod bristi te chata hoye thaka.
bondhu mane khola akash,mukto haowa jeno ,
megh bristir lukocuri teo roder asa -jaoa.
bondhu mane nirvarata,bondhu mane hath,
bondhu mane ami achi ei kathatai bola.
bondhu mane eksathete anekta path chola
hok na seta kathin kathor katay sudhui vora;
hasimukhe sab bipode pase pasei chola,
sudhu noyko ektidine bondhu dibos bola.



dibos

bondhu dibos--se abar ki?
kichui bujhi naje!!
jibon bujhi badha ache udjaponer vire?
matri dibos ,pitridibos,valobasa o ache;
valobasa smaron o bujhi ba bises dibos ei ache!
etto chotto gondi moder globalisation er juge?
jethay sabar sathe katha koiteo facebook- orkut lage.
noile bujhi dibosgulio byartho premik hobe!
sab kichurii ekdin kore bises din je ache,
sab dine ki tabe sudhui baron ache kaje?
valobasbe 14 tarikh,mayer jonyeo ache,
babaro ba ekti din 365 dine;
tai bujhi ba bakidine briddhasram ache.




































Thursday, June 16, 2011

bristi

ওই দেখো ওই বৃষ্টি ঝরে 
আকাশ খানি কালো করে
রিমঝিম ওই শব্দ তোলে 
যেন  কোথাও  বাদ্যি  বাজে.
টিপটাপ টাপ টাপুর  টুপুর
ভিজ্ঝে দেখো কাকের দুপুর,
চরুইটাও  দৌড়ে পালায়
বৃষ্টি পরার জ্ন্জ্শালায় .
নাচ্ছে ময়ুর   পেখম  মেলে ,
বাদল বায়ু  দৌড়ে বেড়ায়;
ইশান কোন যে কালো করে--
গাছের পাতাও দুলে ওঠে
বৃষ্টি দেখো এনেছে আজ,
খুশির হাওয়া সবার প্রাণে. 

 


  
  

 
   

Sunday, June 12, 2011

down the memory lane

আজ আকাশের মন যে খারাপ,আজ যে আকাশ কালো
মুখ ভার তাই নীরবতাই প্রথম ধাপ যে যেন.
মন যে আমারো খারাপ যে তাই তোমায় দেখে দেখে,
কেমন করে অসীম তোমায় পাই  যে  সীমার মাঝে ?
হারিয়ে যে যাই মাঝে মাঝেই তোমায় ভেবে  ভেবে.
উড়ে উড়ে মেঘের সাথে ভাসাই যত স্বপ্ন-
জানিনেকো গল্প  সব বৃষ্টি হবে নাক!
জলের ধারায় ওই বুঝি সব হারিয়ে যেন যায়
বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান.
মনে পরে জলের মাঝে কাগজ নৌকো ভাসা
সবাই মিলে একসাথেতে কাঁদা কিনবা  হাসা.
শৈশবের  সেই দিনগুলি যে ছিল বড় ভালো!
ফিরে ফিরে আসে তবু স্মৃতির  কোন যে  কালো .
 
 
   

 

Sunday, May 29, 2011

hijibiji

যখন  ছিলে  কাছে-
ভেবেছিলেম কাটবে জীবন শুধুই তোমার সনে,
যখন গেলে দূরে-
ভেবে ভেবেই সারা আমার মনের মানুষ ওরে.
দূরে গিয়ে কাছে থাকা বা কাছে গিয়ে দূরে,
বুঝি নিকো আজো কোনটা সত্য বা অসত্য.
সময় বড়ো নিঠুর ওগো ধরা বড়ই শক্ত,
আমি যেগো অঙ্কে মোটেই ন্য়্গ এত পোক্ত.
ভালবাসার শব্দ যে তাই নতুন করে ভাবায়,
দুক্খ বিলাস হয়তো তোমার বা তোমাদের সাজে-
আমি কেবল উড়ে বেড়াই স্মৃতিসুখের ভিড়ে.
হিসেব কষে দেখি ,কোথায় তারা বাসা বেধে আছে.
আছে দেখি মনের মাঝে, মুহুর্তেরই  বিদ্যুত সেই চমকে বলে ওঠে -
আজো কেন একই কথা একই ভাবেই ভাব!
জাননাঁকি সময় যত নদীর জলের মতন?
মন কেবলি পরে  থাকে  সম্পর্কের জালে-
যা আছে বা নেই ধাধাতেই ঘুরে ঘুরে ফেরে.

সুনীল আকাশ মনটা যেন পদ্মপাতাএ জল
নিঠুর বড়ো দ্ন্ড তবু সচ্ছ টলমল.






  
   
 











Sunday, March 27, 2011

nivi tomar jonye

বন্ধু তোমার আসার আলো  পথ দেখালো লিখতে আবার,
ঘুরে ঘুরেই নয়তো সারা ক্লান্ত বড্ড কাজে অ কাজে.
লিখতে বসে এধার ওধার মন যে ঘোরে নিরুদ্দেশে,
এইত দেখি এসে গেছে লেখাগুলি সব কলম জুড়ে,
দেখো দেখি কেমন লাগে ,ছন্দ কি আর মনকে জোড়ে?
নয়তো শুধুই ঘোরা ফেরা বেকার যে সব কথা বলা,
যদিও আজ লিখতে বসে লাগছে ভালো মনে মনে,
কেউ তো দেখে লেখাগুলি কেউ বা পড়ে  আনন্দ পায়,
কেউ বা আবার ভুল ই ভাবে -
তবু ও আজ ভালো লাগা ,তবুও আজ আনন্দ - গান,
লিখছি দেখ ,লেখা যে আজ নাচ্ছে আমার কলম জুড়ে.
মন জুড়ালো তাই দেখে আজ ,বন্ধু তুমি ঘুরে যেও ,
ভালো লাগলে লাগবে ভালো ,মন্দ হলেই বা ক্ষতি টি কি!
তবু জানব লেখা আমার ছন্দে  ছন্দে নাচবে যে আজ 
ছাড়া পেয়ে কলম থেকে এধার ওধার ঘুরবে যে.